বিশেষ প্রতিবেদক(৪ অক্টোবর) :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা শিবির গুলোতে যে সকল এনজিও সংস্থা কাজ করছে তাদের মধ্যে কোন সমন্বয় নেই। একারণে অনেক কাজ ঠিকমত হচ্ছে না। কিন্তু তাদের মধ্যে সমন্বয় থাকাটা খুব জরুরি। এজন্য একটি এনজিও সমন্বয় কর্তৃপক্ষ গঠন করতে হবে। যার নেতৃত্ব দেবেন জেলা প্রশাসক।
এই কর্তৃপক্ষের সাথে সংযুক্ত থাকবে সংশ্লিষ্ট প্রতিটি সরকারি দপ্তর, এনজিও, স্থানীয় জনগণ, সচেতন মহলের প্রতিনিধি। এছাড়াও প্রতিটি বিষয়ের উপর উপকমিটিও গঠন করতে হবে। তাহলে প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে এবং দ্রুত গতিতে সমাধান হবে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যদের সন্ধ্যার আগেই কাজ শেষ করে ক্যাম্প ত্যাগ করতে হবে। ক্যাম্পে সেনাবাহিনীর অনুমতি ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠানও স্থাপন করা যাবে না।
বুধবার রাত আটটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রোহিঙ্গা শিবিরে কর্মরত এনজিও সংস্থা গুলোর সাথে প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এনজিও সংস্থা গুলোর উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তারা শুধুমাত্র অসহায় রোহিঙ্গা নয়; এই ¯্রােতের মধ্যে অনেক অশুভ শক্তিও ঢুকে যেতে পারে। সুতরাং তাদের বিষয়ে খুব সজাগ থেকে সাবধানে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার গত ২৫ আগষ্টের পর থেকে এখন পর্যন্ত পাঁচ লাখের মত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে। আরো অপেক্ষমান রয়েছে। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা সবকিছুই দেওয়া হচ্ছে। সরকার বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছে। তাই রোহিঙ্গাদের মানবিক সাহায্য নিয়ে কোন অবস্থাতেই রাজনীতি করা চলবে না।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, আইওএম এর পেপ্পি সিদ্দিকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেনাবাহিনীর লে. কর্নেল আকবর, কর্নেল আসাদ প্রমুখ।
গুরুত্বপূর্ণ এ সভায় ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আইওএম, এমএসএফসহ দেশি-বিদেশি ৪৭টি এনজিও প্রতিনিধি অংশ নেন।
Posted ২:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy