কক্সবাংলা রিপোর্ট(৪ অক্টোবর) :: মিয়ানমারের রোহিঙ্গারা যেন বাংলাদেশের অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বাসসহ গণপরিবহনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি। রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, “মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে দেশের অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কমিটি বলেছে, চট্টগ্রাম শহরসহ দেশের অন্য কোনো শহরে প্রবেশ রোধে সংশ্লিষ্ট এলাকার বাস-নৌরুটে মালিকদের এনআইডি কার্ড ব্যতীত কাউকে টিকেট না দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।”
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে এই পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এই রোহিঙ্গারা রয়েছে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আশ্রয় শিবিরে। সেখানে তাদের নিবন্ধনও করা হচ্ছে।
এর মধ্যেই চট্টগ্রামের বিভিন্ন জেলার পাশাপাশি মধ্যাঞ্চলের মানিকগঞ্জ এবং পূর্বাঞ্চলের সুনামগঞ্জেও রোহিঙ্গা ধরা পড়েছে।
ছড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা ধরা পড়ার পর রোহিঙ্গাদের ঠেকাতে তৎপর হয়েছে পুলিশ। রোহিঙ্গাদের পরিবহন না করতে এবং বাসা ভাড়া না দিতে পুলিশ সদর দপ্তর থেকে নিন্দেশনা দেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার উপর জোর দিয়ে টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে যাতে কোনোভাবে ইয়াবা বা অন্য কোনো মাদকদ্রব্য দেশে ঢুকতে না পারে, সেজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ‘বিশেষ’ নজরদারি চালাতে হবে।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy