কক্সবাংলা ডটকম(২০ মার্চ) :: বিশ্বব্যাপী মহামারী করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এই ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হচ্ছে সবাইকে।
কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে ‘লকডাউন’ শব্দটি বার বার উচ্চারিত হচ্ছে। কিন্তু অনেকের কাছে এই শব্দের অর্থ এখনও অজানা।
লকডাউন মানে কি?
এর শাব্দিক অর্থ তালাবদ্ধ করে দেয়া। শব্দটির ব্যাখ্যায় ক্যামব্রিজ ডিকশনারি বা অভিধানে বলা হয়েছে, কোনও জরুরি পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে কোনও জায়গা থেকে বের হতে না দেয়া কিংবা ওই জায়গায় প্রবেশ করতে বাধা দেয়াই হলো ‘লকডাউন’।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, ‘‘জরুরি সুরক্ষার প্রয়োজনে কোনও নিদিষ্ট এলাকায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করাই লকডাউন’’। তবে ‘লকডাউন’ শব্দটির সরল বাংলা ‘অবরুদ্ধ’ কিংবা ‘প্রিজনে রাখা’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খন্দকার মুনতাসির হাসান।
এই মতটিকেই সমর্থন করে ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামালউদ্দীন আহমদ বলেন, এই শব্দটি নতুন আসায় এর বাংলা প্রতিশব্দ এই মুহূর্তে বলা কঠিন। তবে এর অর্থ ‘অবরুদ্ধতা’ হতে পারে।
Posted ৮:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy