কক্সবাংলা ডটকম :: ২০ জানুয়ারি সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ (Oath Taking) নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্রের খবর, মসনদে বসার পর ভারত সফরের (India Visit) পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
উপদেষ্টাদের সঙ্গে এবিষয়ে আলোচনাও সেরে ফেলেছেন ট্রাম্প।
চিনেও (China) সফরে যেতে পারেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।
ভারতে তার সফর আগামী এপ্রিল মাস বা তারপরে হতে পারে বলে জানা গিয়েছে।
ভারত সফরের আগে চিন সফরে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প ।
ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
সব ঠিক থাকলে, এই বসন্তেই মোদীকে মার্কিন সফরে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প।
উল্লেখ্য, ভারতে হতে চলেছে পরবর্তী কোয়াড সম্মেলন।
ভারতের পাশাপাশি সেখানে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারা যোগ দেবেন।
পাকাপাকিভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর চিনে সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
ভোটের আগে চিনের উপরই অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
তবে সূত্রের খবর, উপদেষ্টাদের ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেই চিন সফরে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প।
একদিন আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথাও হয়েছে ট্রাম্পের।
২০ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি হ্যান জেংকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন শি জিনপিং।
এই প্রথমবার চিনের প্রশাসনের কোনও শীর্ষ কর্তা মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেই সরাসরি আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু বিদেশি রাষ্ট্রনেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণত যান না জিনপিং।
তাঁর সঙ্গে কথোপকথন নিয়ে ট্রাম্প বলেন, “শি জিনপিংয়ের সঙ্গে ফোনে খুবই ভালোভাবে কথা হয়েছে।
একসঙ্গে বসে অনেক সমস্যার সমাধান দু’তরফে করা যাবে বলে আশা রাখছি।
বিশ্বে শান্তি আনয়নে ও নিরাপদ রাখতে যা করার আমি করব।”
Posted ৯:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta