কক্সবাংলা ডটকম(৫ অক্টোবর) :: ঢাকায় মার্কিন দূতাবাস শর্তসাপেক্ষে ভিসা দেয়া শুরু করেছে। গতকাল থেকে বিনা সাক্ষাত্কারে পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন গ্রহণ করছে দেশটি। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারা ভিসা নবায়ন করার জন্য ৪ অক্টোবর থেকে আবেদন করতে পারছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দূতাবাস। এতে দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডোয়ার্স, উপপ্রধান কেলি আইরেসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডোয়ার্স বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস এ সপ্তাহের শুরু থেকেই (৪ অক্টোবর) থেকে বি১ ও বি২ ক্যাটাগরির পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসা আবেদন নেয়া শুরু করেছে। সেই সঙ্গে আগে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ শ্রেণীভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে। যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের উদ্দেশে তিনি বলেন, কভিড-১৯-এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করবেন।
তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত এফ১ (শিক্ষার্থী) এবং এফ২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)-সহ অন্য কোনো ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণীভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করছি না। তবে আমরা বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা সেবা দেয়া অব্যাহত রেখেছি। ভিসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইটে দেখার পরামর্শ দূতাবাসের।
দূতাবাসের কনস্যুলার প্রধান বলেন, কভিড-১৯ মহামারীর কারণে সাক্ষাত্কার ছাড়াই নন-ইমিগ্র্যান্ট ভিসার নবায়নের আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে ২৪ মাসের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার শর্ত রয়েছে। এছাড়া খুব শিগগির ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এমন প্রার্থীও ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সুবিধাটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিনা সাক্ষাৎকারে বি১/বি২, সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ, শ্রেণীর ভিসা নবায়নের জন্য আপনি আবেদন করতে পারবে।
যোগ্য আবেদনকারীদের ওয়েবসাইটে তাদের ব্যক্তিগত তথ্যাদি অনলাইনে হালনাগাদ করতে হবে। এরপর তারা সংশ্লিষ্ট ভিসা ফি প্রদান করে নিজেদের আবেদনপত্র দূতাবাস কর্তৃক নির্ধারিত কেন্দ্রে জমা দেবেন।
সাক্ষাত্কার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দূতাবাস আবেদন পাওয়ার পর কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাত্কারের প্রয়োজন আছে কি নেই। যাদের সাক্ষাত্কারের প্রয়োজন হবে তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাত্কারের জন্য সময় নিতে পারবেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিত ভিসা কার্যক্রম শুরু না করা পর্যন্ত ভিসা আবেদনের জন্য প্রদত্ত ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা যাবে।
শিক্ষার্থী ভিসা আবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু সেসব শিক্ষার্থীর সাক্ষাত্কার ছাড়া ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব। যারা একই শিক্ষাপ্রতিষ্ঠানে আগেকার বিষয় নিয়েই লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক। এছাড়াও আমরা এফ২ ভিসা স্ট্যাটাসে থাকা শিক্ষার্থীদের স্বামী/স্ত্রীএবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy