নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছে মানবিক টিম কুতুবদিয়া।
শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে এই উদ্যোগটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুদ্দিন, মানবিক টিম কুতুবদিয়ার অন্যতম উপদেষ্টা প্রভাষক নজরুল ইসলাম এবং সাংবাদিক আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক টিম কুতুবদিয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সমাজের প্রত্যেককে এ ধরনের উদ্যোগ গ্রহণে এগিয়ে আসা উচিত।”
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহাবুদ্দিন কুতুবী, সোহেল রানা, হাফেজ রমিজ, আজিজ, ইলিয়াস, আরিফ, সাইফুল ইসলাম ও মানুন।
স্থানীয় অসহায় মানুষদের জন্য এই ধরনের উদ্যোগ কেবল তাদের শীত নিবারণেই সহায়তা করে না, বরং তাদের জীবনে স্বস্তি ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয়।
মানবিক টিম কুতুবদিয়ার সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন এবং আরও বৃহত্তর পরিসরে সহায়তা প্রদানের পরিকল্পনা করছেন।
Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta