কক্সবাংলা ডটকম(১৬ জুলাই) :: সংগীত প্রতিভা অন্বেষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং রিয়েলিটি-শো সেরাকণ্ঠ। আগামীকাল সোমবার, ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’।
সারাদেশের প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিতরা ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মুভ টু গ্র্যান্ড অডিশন’-এ অংশ নেয়ার জন্য আসবেন। বিভাগীয় পর্যায়ের বিচারক হিসেবে আছেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, আকরামুল ইসলাম এবং স্থানীয় খ্যাতিমান সংগীতজ্ঞরা।
এবার ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’র প্রধান বিচারকের দায়িত্বে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ওপার বাংলার মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়ে ১৪ বছরের উপরে।
এবার রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনা করছেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন।
অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হবে।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy