বার্তা পরিবেশক :: দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, প্রতিমা ভাংচুরসহ নিরীহ সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজার শহরে বাংলাদেশ হিন্দু পরিষদ,কক্সবাজার জেলা শাখা ও অংগসংঘটনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ই নভেম্বর শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সামনে জেলা হিন্দু পরিষদ,হিন্দু ছাত্র পরিষদ, হিন্দু যুব পরিষদ ও হিন্দু মহিলা পরিষদ সম্মলিতভাবে মানববন্ধন পালন করে।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন,সম্প্রতি কুমিল্লায় ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া,মঠ মন্দির ভাঙ্গচুর, হাটহাজারী সংখ্যালঘুদের জায়গায় জোর পূর্বক দখল,মিথ্যা অজুহাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বহিষ্কার, সংখ্যালঘু সু- রক্ষা আইন প্রণয়নের দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরন চক্রবর্তীকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়েছে।
এছাড়াও দেশব্যাপী প্রতিদিন সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘুরা অরক্ষিত থাকলে দেশও অরক্ষিত হয়। সংখ্যালঘুদের ওপরে আক্রমণের বিচার হচ্ছে না। আর সেই কারণে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ ঘটে চলেছে। আইন-শৃংখলা বাহিনীর ব্যর্থতাও সীমা ছাড়িয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা হিন্দু পরিষদের সদস্য সচিব – সদ্বীর্প শর্মা,যুগ্ম আহ্বায়ক- খোকন চন্দ্র পাটোয়ারী, জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পথিক চন্দ্র দে,সিনিয়র সদস্য মৃদুল মল্লিক,সিনিয়র সদস্য প্রদীপ দাশ,সিনিয়র সদস্য নির্মল পাল,হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক বিএস শর্মা অপু,সহসভাপতি দোলন ধর, জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি বিকাশ দাশ, সাধারণ সম্পাদক – জয় বৈদ্য,হিন্দু মহিলা পরিষদের নেত্রী শ্রীমতি নিপা দে।
এসময় আরও উপস্থিত ছিলেন-লিটন শর্মা,মিল্টন সরকার, রাসেল দে,সাগর শর্মা,জয় দেব,জুয়েল দাশ,তাপস কান্তি ধর,আনন্দ দে,যীশু শর্মা,জুয়েল কান্তি দে,অমিত দাশ,ছোটন কান্তি দে, বিবেকানন্দ শীল,অশোক দাশ,নয়ন দাশ মিশু,সুমন কুমার ধর,রুবেল নাথ,ইমন শর্মা,উৎপল রুদ্র, ছোটন,সাগর দাশ,অভি শর্মা প্রমুখ।
Posted ৭:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy