প্রেস বিজ্ঞপ্তি(৪ মে) :: সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দুই দিন ব্যাপী উচ্চারণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ৩ মে বৃহস্পতিবার ও ৪ মে শুক্রবার বিকাল ৫টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুইদিনব্যাপী উচ্চারণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ ও সাধারণ সম্পাদক ছোটন দাশ। কর্মশালায় উচ্চারণের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। দুই দিনব্যাপী কর্মশালার সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অন্যতম সংগঠক খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক।
আরো উপস্থিত ছিলেন ফয়সল মাহমুদ সাকিব, সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী, এমআর খান সোহেল, মিতা দত্ত, ইকরাত কাকন, একরামুল হক জয়, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম সাজিন, তৌফিকুল ইসলাম, আকাশ দাশ রিংকু প্রমুখ।
Posted ৭:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ মে ২০১৮
coxbangla.com | Chanchal Chy