কক্সবাংলা ডটকম :: প্রায় ছয় বছর ধরে প্রেম করছেন বলিউড তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি। যদিও এই জুটি কখনো তাদের প্রেমের কথা স্বীকার করেননি।
তবে তাদের প্রেমের খবর কারো অজানা নয়। নৈশভোজে, বিমানবন্দর বা পার্টিসহ বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে তাদের।
তবে সম্প্রতি জানা গেছে, তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন। এ বছরের শুরু থেকেই তাদের মধ্যে মন কষাকষি চলছিল। যদিও আসল কারণ এখনো প্রকাশ্যে আসেনি।
টাইগারের এক ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন যে, কয়েক সপ্তাহ আগে তিনি এই ব্রেকআপের বিষয়ে জানতে পেরেছেন আর টাইগার চান না এই ব্রেকআপের বিষয়টি কাউকে জানাতে। কারণ, টাইগার এখন শুধু নিজের কাজে মন দিতে চান। এসব খবর তার কাজকে প্রভাবিত করতে পারে বলে টাইগার মনে করেন।
তবে টাইগার আর দিশার মধ্যে ব্রেকআপ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে অনুসরণ করেন এবং করছেন একে অপরের ছবির প্রচারণাও।
অন্যদিকে দিশা ব্যস্ত তার পরবর্তী ছবি ‘এক ভিলেন রিটার্নস’-এর প্রচারণায়। ছবির প্রচারণার সময় এই বলিউড নায়িকার মুখে বারবার টাইগারের জয়গান শোনা গেছে। বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকারের সময় দিশা জানিয়েছেন যে বলিউডি নায়কদের মধ্যে টাইগার তার চোখে সেরা আর সবচেয়ে সুন্দর দেখতে। টাইগার থেকেই তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন।
আর টাইগারই তাকে মার্শাল আর্ট শিখতে অনুপ্রাণিত করেছেন।
আগামী ২৯ জুলাই আসছে মোহিত সুরি পরিচালিত দিশা, অর্জুন কাপুর, জন আব্রাহাম আর তারা সুতারিয়া অভিনীত ‘এক ভিলেন’ সিনেমার সিকুয়েল ‘এক ভিলেন রিটার্নস’।
Posted ৩:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Chy