কক্সবাংলা ডটকম(২৬ জুলাই) :: ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে নজির গড়লেন অ্যাডাম পিয়েটি৷ মঙ্গলবার ৫০মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টের হিটে বিশ্ব রেকর্ড গড়েন বছর বাইশের ব্রিটিশ সাঁতারু৷
৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম সময় নেন ২৬.১০ সেকেন্ড৷ এর ফলে দু’ বছর আগে করা নিজের রেকর্ড ভাঙেন তিনি৷ রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর সময় ছিল ২৬.৪২ সেকেন্ড৷
সোমবারই ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন ব্রিটিশ সাঁতারু৷ আর এদিন ৫০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে সেমিফাইনালে ওঠেন অ্যাডাম৷
এ নিয়ে কেরিয়ারে তৃতীয়বার ৫০ মিটারে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি৷ বুধবার অ্যাডামের লড়াইটা ক্যামেরুনের ভ্যান ডার বাগের সঙ্গে৷ যিনি হিটে অ্যাডামের থেকে ০.৪৪ সেকেন্ড বেশি সময় নিয়েছেন৷
Posted ৩:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy