কক্সবাংলা ডটকম(২১ জুলাই) :: এবার গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত টুল সাংবাদিকদের কর্মজীবনে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, AI টুলটি বৃহৎ ভাষা মডেলের (LLM) শক্তিকে কাজে লাগায় যা ChatGPT, Bing Chat এবং এমনকি Google Bard সহ জেনারেটিভ AI প্ল্যাটফর্মের বড় কাঠামো।
গুগল একটি পরীক্ষা করছে যা মূলত সাংবাদিকদের লক্ষ্য করে।
প্রত্যাশিত হিসাবে, নতুন Google AI টুল নিউজ প্রকাশনাকে সংবাদ নিবন্ধ লেখার ক্ষেত্রে সহায়তা করতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গুগল সাংবাদিকদের ব্যক্তিগত সহকারী হিসাবে টুলটিকে প্রকাশ করবে।
এর সঙ্গেই আরো বলা হয়েছে যে, টুলটি অভ্যন্তরীণভাবে জেনেসিস নামে পরিচিত এবং ব্যবহারকারীদের সংবাদ নিবন্ধ লিখতে সহায়তা করার জন্য বর্তমান বিষয়গুলির উপর প্রশিক্ষণ দেবে।
কিছু এক্সিকিউটিভ যারা গুগলের পিচ দেখেছেন তারা জেনেসিস এআই টুলের বিষয়ে অসন্তুষ্ট। তারা মনে করেন যে এই টুলটি নিউজ রাইটিংকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে।
খবরটি এমন এক সময়ে এসেছে যখন অনেক প্রকাশনায় এআই চাকরি নেওয়া এবং মিথ্যা গল্প তৈরি করার বিষয়ে উদ্বেগ বাড়ছে।
যদিও AI এর ব্যবহার সাংবাদিকতায় অভূতপূর্ব নয়, কারণ বিশ্বব্যাপী সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস কর্পোরেট আয়ের প্রতিবেদন সহ বিভিন্ন বিষয়ে গল্প তৈরি করতে প্রযুক্তি ব্যবহার করে।
তবে এটা নিশ্চিত যে এবার সাংবাদিকদের মনে উদ্বেগ বাড়াচ্ছে এই AI প্রযুক্তি। যদি সত্যি গোটা বিশ্বে এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে তাহলে পেটে টান পড়বে বহু সাংবাদিকের। কর্মহীন হবে বহু।
Posted ২:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩
coxbangla.com | Chanchal Chy