সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামাদা হোটেলের সাবেক এমডি জসিম উদ্দিন কর্তৃক বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে কুৎসা রটনার প্রতিবাদে রামু উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২০ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়।
রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- কক্সবাজারের একমাত্র পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ, জনপ্রিয়তার শীর্ষে থাকা জননেতা লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটনা জনগন মেনে নেবেনা।
পুলিশের সাবেক আইজি বেনজিরের ক্যাশিয়ার খ্যাত, প্রতারক বহু মামলার আসামী রামাদা হোটেলের সাবেক এমডি জসীম উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কক্সবাজার অচল করে দেয়া হবে।
সমাবেশে বক্তব্যে রাখেন- জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, বিএনপি নেতা ফোরকান আহমদ, ফয়সাল কাদের, ফরিদুল আলম, ছৈয়দ আলম, কাজী এম আবদুল্লাহ আল মামুন, আবদুল আলিম, শাহনুর উদ্দিন বাবু, মনজুর আলম, আবদুর রহিম, জয়নাল আবেদীন বাবু, রামু উপজেলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, যুগ্ন আহবায়ক নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক শাহাজান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ প্রমূখ।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta