কক্সবাংলা ডটকম(১১ আগস্ট) :: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ক্রমেই বের হয়ে আসছে নতুন নতুন তথ্য। এবার অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তার মরদেহ নিয়ে অ্যাম্বুল্যান্সের অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগরের।
সোমবার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে সুশান্তের দেহ হলুদ হয়ে গিয়েছিল।
অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগর আরও দাবি করেন, সুশান্তের গলার সামনের দিকেই শুধু ফাঁসের দাগ ছিল। কেউ আত্মহত্যা করলে এমনটা হতে পারে না।
প্রয়াত অভিনেতার হাঁটু দু’টি মোড়া ছিল এবং সেখানে দাগ ছিল বলেও জানিয়েছেন তিনি। তার আরও দাবি, আত্মহত্যার ঘটনায় কোনও ব্যক্তির মুখ থেকে ফেনা বেরিয়ে আসে। কিন্তু সুশান্তের ক্ষেত্রে তিনি এমনটা দেখেননি।
অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগরের প্রশ্ন, যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেন? তিনি জানান সুশান্তের পায়ের নানা জায়গায় থেঁতলে যাওয়ার মতো আঘাত দেখেছেন।আত্মহত্যা করলে এই দাগ কেন থাকবে?
অ্যাম্বুলেন্সের চালক অক্ষয়ের এই বক্তব্য সুশান্তের মৃত্যু তদন্তে নিঃসন্দেহে উত্তাপ বাড়াল। ভান্ডগর জানান, অ্যাম্বুল্যান্সে আত্মহত্যা করা বহু মানুষের মৃতদেহ তিনি দেখেছেন। সেই অভিজ্ঞতার উপর নির্ভর করেই তার মনে হয়েছে এই মৃত্যু আত্মহত্যা নয়।
এদিকে সুশান্ত সিং রাজপুত মামলায় মিডিয়া তাঁকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। এই অভিযোগে সোমবার শীর্ষ আদালতে কাছে নতুন করে আবেদন করেন রিয়া চক্রবর্তী। এমনকী, তাঁকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন রিয়া। সংবাদমাধ্যমের পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধেও তোপ দাগেন রিয়া। সামনেই বিহারের নির্বাচন। ভোটের ফল নিজের ঘরে তুলতে বিহারের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে এফআইআরে মদত দিয়েছেন বলে অভিযোগ করেন রিয়া চক্রবর্তী। অন্যদিকে সোমবার প্রায় ১০ ঘণ্টা ধরে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রিয়ার পাশাপাশি তাঁর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও একটানা জিজ্ঞাসাবাদ করা হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পর যখন রিয়া চক্রবর্তীকে নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় প্রথমে মহেশ ভাটকে ফোন করেন প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী। সাহায্যের আর্জি নিয়ে মহেশ ভাটকে ফোন করেন রিয়া
রিয়াকে যাতে সংবাদমাধ্যমের একাংশ সাহায্য করেন, তার জন্য সংশিলষ্ট প্রভাবশালী পরিচালকের সাহায্য চান রিয়া চক্রবর্তী
Posted ২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy