কক্সবাংলা ডটকম :: শুধু আদিত্যর গতিপথের দিকেই নজর রাখছে না, আদিত্যর গতিপথের আপডেত সকলের সামনেই তুলে ধরছে ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে এবার সূর্যের দিকে আরও একধাপ এগোল আদিত্য এল ওয়ান।
সফল ভাবে চতুর্থ কক্ষপথ বদলেছে সে, অর্থাৎ চতুর্থ আর্থ বাউন্ড ম্যানুভার সফলভাবে সম্পন্ন হয়েছে। আর একধাপ এগোলেই আদিত্য কাটাতে পারবে পৃথিবীর টান।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছে আদিত্য এই মুহূর্তে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে।
১৯ সেপ্টেম্বরেই পরবর্তী কক্ষপথ বদল করবে আদিত্য রাত আড়াইটে নাগাদ। পৃথিবীর টান কাটানোর পর সূর্যের ল্যাগরেঞ্জ এল ১ পয়েন্ট আদিত্যর সময় লাগবে আরও ১১০ দিন।
আদিত্য সফলভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়বার কক্ষপথ বদল করেছিল, ৩,৫ এবং ১০ সেপ্টেম্বর।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy