কক্সবাংলা ডটকম(৭ জুন) :: পৃথিবী থেকে ৬৫০আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা৷ যদিও এই নতুন গ্রহটির উষ্ণতা খুবই বেশি৷ তাই এই গ্রহটি মানুষের বসবাসের যোগ্য নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷
ওহিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্কট গৌদি জানিয়েছেন, সমস্ত নক্ষত্রের তুলনায় এই নক্ষত্রটির উষ্ণতা সর্বাধিক৷ এই বিশেষ গ্রহটির নাম KELT-9b৷ এই বিশেষ গ্রহটি জুপিটারের থেকেও তিনগুণ বড়৷ আর এই বিশেষ গ্রহটির উষ্ণতা সূর্যের থেকে প্রায় দ্বিগুণ বেশি৷
তবে, KELT-9b গ্রহটি তার নিজস্ব কক্ষপথে ঘোরে একটি নির্দিষ্ট নক্ষত্রকে কেন্দ্র করে৷ এই নক্ষত্রের আলোতেই আলোকিত হয় এই গ্রহটি৷ আর এই গ্রহটি যখন নক্ষত্রের দিকে থাকে তখন এই গ্রহটির তাপমাত্রার পারদ ছোঁয় প্রায় ৭,৮২০ডিগ্রিতে৷
দিনের আলোয় এই গ্রহটির রং উজ্জ্বল কমলা রংয়ের৷ আর অপরদিকে অন্ধকার দিকটির রং গাঢ় লাল৷ হাইড্রোজেন এবং হেলিয়াম গ্যাস রয়েছে এই গ্রহটিতে৷ এটি তার নিজস্ব নক্ষত্র থেকেই তাপ পায়৷ তবে, এই গ্রহটি বসবাসের যোগ্য নয়৷
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta