হেলাল উদ্দিন, টেকনাফ :: ইতিহাসের প্রথম বারের মতো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে দ্বীপের নানান সমস্যাগুলো নিয়ে বৈঠক করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ শাহীন আক্তার চৌধুরী।
১৭ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, সাবেক ইউপির চেয়ারম্যান নুরুল আমিন, মাওলানা ফিরোজ আহমেদ খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, সাংবাদিক মাওলানা নূর মোহাম্মদ ও নবনির্বাচিত ইউপি সদস্যরা। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম বৈঠক ছিল আজ।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনের ইতিহাসে এই প্রথমবার এলাকার সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করে এলাকার নানান সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এরমধ্যে পর্যটন এলাকা হিসেবে সেন্টমার্টিনকে পৌরসভায় উন্নতকরণ, রাস্তাঘাট সংস্কার, কালভার্ট, মাঝের পাড়ায় সুইচ গেট নির্মাণ, খাবার পানির জন্য নলকূপ স্থাপন, মসজিদ নির্মাণ, আশ্রায়ন প্রকল্পে ৫০টি জরাজীর্ণ ঘর সংস্কার, ইউপি পরিষদ সংস্কার, নৌ অ্যাম্বুলেন্স, নতুন পর্যটক নির্মাণ ও দ্বীপের চারিদিকে পরিবেশসম্মত একটি বাঁধের দাবি জানানো হয়েছে।
সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সম্পদ। তাই এই দ্বীপের ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ও মডেল হিসেবে গড়ে তোলা হবে। ইউপির ভবন সংস্কারে তিন লাখ ও একটি কালভার্ট নির্মাণের জন্য দেড় লাখ টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে সর্বমোট সাড়ে চার লাখ টাকার অনুদান দিয়েছেন।
সাংসদ শাহীন আক্তার চৌধুরী বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কথা বিবেচনা করে পৌরসভায় উন্নীত করার পাশাপাশি এলাকার নানা ধরনের সমস্যার কথা তিনি আগামী জাতীয় সংসদের অধিবেশনে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবেন। অবশ্যই তিনি এসব বিবেচনা করে অতিসত্বর সমস্যাগুলো বাস্তবায়ন করবেন।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy