হুমায়ূন রশিদ,টেকনাফ(১৪ নভেম্বর) :: টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিন সাগর সংলগ্ন এলাকা হতে ভাসমান অবস্থায় সাড়ে ১১ কোটি টাকার ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
জানা যায়, গত ১৩ নভেম্বর বিকাল পৌনে ৫টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের সমুদ্র এলাকায় সন্দেহভাজন একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে পাচারকারীরা দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে সাগর হতে ভাসমান বস্তা ৩টি উদ্ধার করে সিজি ষ্টেশনে এনে গণনা করে ১১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ২:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy