খাই খাই করি শুধু —
আমি এক দানব,
নষ্ট করি এই প্রকৃতি —
বধ করি সব মানব,
রুই কাতলা চুনোপুটি —
ধরলো সবাই জোট,
এক থাবাতে খেয়ে নিবো–
আরো ছিড়বো ঠোঁট,
এই দানবের কত সাহস–
যুদ্ধে যেতে চায়,
মিলেমিশে থাকতে হবে–
শান্তির বার্তা চাই।
Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta