কক্সবাংলা ডটকম(২৫ মার্চ) :: ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ এক অনুষ্ঠান করলো নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।
গত ২৩ মার্চ রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে হোস্ট সংগঠনের চেয়ারপার্সন ড. সবিতা দাসের নেতৃত্বে সমবেত কন্ঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।
বহ্নিশিখার সাধারণ সম্পাদক ডা. দর্শনা দাস গাঙ্গুলির সমন্বয়ে মুনমুন সাহার উপস্থাপনায় আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ।
এর আগে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীতে অংশ নেন রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, সৃজিতা হিয়া, উইলি নন্দি, চমেল আফরোজ জুঁই, ফারজিন স্বর্ণা, মিতা ঘোষ, রীনা আবেদিন, সোমা রোজারিও, ছন্দা ভট্টাচার্য, সুপ্রিয়া চৌধুরী, শিখা ঠাকুর, সুমিত্রা সেন ভৌমিক, সুপ্রিয়া চৌধুরী, মিতা ঘোষ, মনিকা মজুমদার, রত্না দাস, মোনা বিশ্বাস, মিলি বসাক, চমেন আফরোজ, রিনা আবেদিন, কানিজ ফাতেমা, রাজু বিশ্বাস, জয়শ্রী রায়, অঞ্জলি সরকার, কামনা কর্মকার, অঞ্জনা দাস, সুস্মিতা পুরকায়স্থ,প্রিনা নন্দীসহ প্রমুখ।
ছবি : স্বাধীনতা দিবসের সমাবেশে কথা বলছেন বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের চেয়ারপার্সন ড. সবিতা দাস।
স্বাধীনতা দিবসের আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের আলোচনাও করা হয়।
বিশাল এ আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন ডা. প্রভাত দাস, ড. দীলিপ নাথ, অজিত চন্দ, পিয়াস দাস সুমন, কামরুল ইসলাম, টিটন আচার্যি, ছন্দা ভট্টাচার্য।
গান, আলোচনা আর শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগিতার মধ্যেই সকলে ইফতার গ্রহণ করেন।
এরপর আরো বর্ণাঢ্য আয়োজনে বহ্নিশিখার সদস্য-কর্মকর্তাগণের বাসায় তৈরী করা পিঠা প্রদর্শনী ও সকলের মধ্যে তা পরিবেশন করা হয়।
প্রবাস প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত রাখার অভিপ্রায়ে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের এ আগের সকল অনুষ্ঠানেও থাকে এমন ব্যবস্থা।
ছবি : স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবসে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের চেয়ারপার্সন ড. সবিতা দাসের পক্ষ থেকে বিশেষ সন্মাননা নিচ্ছেন উইলি নন্দি।
Posted ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta