বার্তা পরিবেশক(২৫ সেপ্টেম্বর) :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টেকনাফ উপজেলা শাখার আহবায়ক এইচএম ওসমান গণি এবং সদস্য সচিব এ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী স্বাক্ষরিত পত্রে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখায় নুরুল কবির রানা আহবায়ক, জাহেদ হোসাইন সদস্য সচিব, মোহাম্মদ শাহজাহান সিনিয়র যুগ্নআহবায়ক, মোহাম্মদ রফিক, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রফিক, আব্দু শুক্কুর, হাফেজ বেলাল, আবুল হোসাইনকে যুগ্নআহবায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
উপজেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত স্বেচ্ছাসেবক দলের এই কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি মনোনীত প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy