আজকের এই দিনে
২৭০ বছর আগে।
বিশ্ববাসী পেয়েছিল
তোমাকে তাদের ভাগে।
হোমিওপ্যাথির জনক
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান।
রোগের নয় রোগির চিকিৎসা কর
এটাই তোমার মূলনীতি।
তোমার ঔষধ খেতে কারো
লাগেনা কখনো ভীতি।
তুমি বিশ্ববাসী কে
দেখালেন সুন্দর আরোগ্য পথ।
তাই তো তোমার জন্ম দিনে
দিতে চায় সবাই মতামত।
২
বিশ্বজুড়ে খ্যাতি যার
হোমিওপ্যাথি চিকিৎসায়।
ইতিহাসের পাতায় পাতায়
নামটি তাঁর পাওয়া যায়।
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান
সেই সম্মানিত মানুষ।
সাধনা করে চিকিৎসায়
উড়ালেন সফলতার ফানুস।
চিকিৎসায় স্বপ্ন গড়ার
তিনি ছিলেন কারিগর ।
চিকিৎসা সাধনায় ব্যস্ত
থাকতেন পুরো জীবনভর।
৩
হ্যানিম্যানের
জীবনীটা আমাদের
বিবেকবোধ জাগরত করে।
ওনার জন্য দোয়া হয়
বিশ্বের প্রতিটি ঘরে ঘরে।
ভাবনার জগৎটাকে
বারে বারে করেন প্রভাবিত।
মানব কল্যাণে কাজ করতে
নিজেকে আলাদা করে নিত।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta