কক্সবাংলা ডটকম ::চলতি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে আরেকবার হতাশ হতে হলো চেলসিকে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।
হাকিম জিয়াচের গোলে ২৮তম মিনিটে এগিয়ে যায় চেলসি। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৬০তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান অ্যাডাম ওয়েবস্টার। বাকি সময় আর গোলের দেখা পায়নি কেউ।
এর আগে গত ডিসেম্বরেও টমাস টুখেলের শিষ্যদের জিততে দেয়নি ডলফিনরা। স্টামফোর্ড ব্রিজে শেষ মুহূর্তের গোলে ব্যবধানটা ১-১ করে নেয় ব্রাইটন।
এই ড্রয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ল চেলসি। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্লুজরা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে লিভারপুল। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।
এদিকে লিগে চেলসির এই বাজে অবস্থার পেছনে ক্লান্তিকেই দুষেছেন টুখেল। তাঁর মতে, লিগের এই পর্যায়ে খেলায় একদমই মন নেই শিষ্যদের। টুখেল মনে করেন, খেলে আনন্দ পাচ্ছেন না লুকাকু-কান্তেরা, ‘এমনকি আমরা যখন গোল করলাম, গোলের উদ্যাপনের সময়েও দেখবেন আমরা মানসিকভাবে একটু ক্লান্ত। গোলের স্বস্তি আছে ঠিকই, কিন্তু আনন্দ নেই।’
বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টুখেল আরও বলেছেন, ‘আমরা ক্লান্ত, আপনি লক্ষ করে দেখবেন, আমরা মানসিকভাবে হাঁপিয়ে উঠেছি। কিছুদিন ছুটি লাগবে আমাদের। এ ছাড়া কোনো সমাধান নেই।’
প্রথমার্ধ শেষ হওয়ার পর চেলসির দুই তারকা রোমেলু লুকাকু আর হাকিম জিয়াশকে তর্ক করতে দেখা গিয়েছে। আলোচনা চলছে সেটা নিয়েও। টুখেলের মতে, দল ভালো না খেললে কেউই সন্তুষ্ট থাকবেন না, ‘তারা কথা বলছে, এটাই স্বাভাবিক। তারা যে খুশি নেই, সেটাও স্বাভাবিক।’
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy