কক্সবাংলা ডটকম(২৯ অক্টোবর) :: শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া সাময়িকভাবে বরখাস্ত হচ্ছেন।
বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানা গেছে।
ইতিমধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এই প্রেক্ষিতে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এর ফলে সাময়িকভাবে বরখাস্ত হবেন উত্তম বড়ুয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে তদন্তে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রামাণিত হয়।
দীর্ঘ আড়াই মাস ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তদন্ত প্রতিবেদনটি আটকে রেখেছিলেন। গতকাল তিনি তদন্ত প্রতিবেদনটি অনুমোদন করেন এবং আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা।
উল্লেখ্য যে করোনার শুরু থেকে স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান চলছে এবং কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই সমস্ত অভিযোগের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন শুণ্য সহিষ্ণু নীতি নিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বদ্ধ পরিকর।
Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy