কক্সবাংলা ডটকম(২৫ জুন) :: ১৯৬৭ সালে সিকিম সীমান্তে চীনের বিরুদ্ধে ভারতের বিজয় নিয়ে এবার বলিউডে সিনেমা বানানোর প্রস্তুতি চলছে। মুম্বাই ভিত্তিক এজেন্সি ‘দ্য স্টোরি ইঙ্ক’ ওই ঘটনাকে কেন্দ্র করে লেখা এক সাবেক সেনা কর্মকর্তার বইয়ের স্বত্ব কিনে নিয়েছে। স্টোরি ইঙ্ক মূলত বইয়ের গল্প থেকে সিনেমা বানানোর কাজে সহযোগিতা করে থাকে।
ওয়াটারশেড ১৯৬৭: ইন্ডিয়াস ফরগোটেন ভিক্টোরি ওভার চায়না- শিরোনামের বইটি লিখেছেন সাবেক সেনা কর্মকর্তা প্রবাল দাশগুপ্ত। তিনি গোর্খা রাইফেলস রেজিমেন্টে এক দশক কাজ করেছেন। এটিই তার প্রথম বই। বইটি প্রকাশ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে।
এই বইতে বলা হয়েছে, সিকিমে ভারত-চীন সীমান্তের চো লা এবং নাথু লা এলাকায় ভারতের বিজয়গাথা। সিকিমের একটি কৌশলগত পথ নাথু লা। সেখানে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের বিবাদ বাঁধে। এবং বলা হয় ১৯৬২ সালে পরাজয়ের পাঁচ বছর পর এখানে বিজয়ী হয় ভারত।
বুধবার অনলাইন বই প্রকাশ ও রিভিউ প্লাটফর্ম জাগারনট বুকস এক বিবৃতিতে প্রবাল দাশগুপ্তের বইটির ব্যাপারে বলেছে, দাশগুপ্তের বর্ণনায় এটা স্পষ্ট যে, ভারতের বিরুদ্ধে চীনের আর যুদ্ধে না জড়ানোর মনোভাবের ব্যাপারে ১৯৬৭ সালের সেই ঘটনা কীভাবে প্রভাব ফেলেছে। এই বইয়ে চো লা ও নাথু লাতে বিবাদের সময় উপস্থিত বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা ও জওয়ানের সাক্ষাৎকার রয়েছে।
এই বিবৃতিতে বইটির ব্যাপারে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানির প্রশংসার কথাও উল্লেখ করা হয়েছে। পাক কূটনীতিক বলেছেন, এই বইয়ে অজানা অনেক বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।
সম্প্রতি লাদাখে চীন-ভারত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন তুঙ্গে। ভারতজুড়ে চীনা বিরোধী মনোভাব বাড়ছে। যদিও অর্থনৈতিকভাবে এরই মধ্যে ভারত চীনের ওপর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু সাধারণ মানুষের আবেগ, ভারতীয় জাতীয়তাবাদ পুঁজি করে বলিউডে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা নির্মাণের নজির রয়েছে।
সূত্র: দ্য প্রিন্ট
Posted ৩:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy