নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ:: দীর্ঘ চার কিলোমিটার কুতুবদিয়া চ্যানেল মাত্র ১ ঘন্টা ৪৫ মিনিট সাঁতার কেটে পাড়ি দিয়েছেন ঢাকার তিন সাঁতারু। তাঁরা হলেন, নাসির আহমেদ, শরীফ ফয়সাল ও জিহাদ।
আগের দুইজন ঢাকা লালমাটিয়ার বাসিন্দা এবং পরের জন ঢাকা মিরপুরের বাসিন্দা।
এর মধ্যে জিহাদ হোসেন ও নাসির আহম্মেদ দুবার এবং শরীফ ফয়সাল একবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন বলে জানান।
জানা গেছে, বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এই সাঁতারের আয়োজন করে। নদী ও সামুদ্রিক চ্যানেল কেন্দ্রিক পর্যটন তুলে ধরতে এবং নিরাপদ নদীপথ তৈরি করতে সচেতনতার কাজ করে সংগঠনটি।
সূত্রে জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট থেকে সাঁতার শুরু করেন তিন সাঁতারু।
দীর্ঘ ১ ঘন্টা ৪৫ মিনিট সাঁতার কেটে বেলা ১১টা ৩৫ মিনিটের সময় কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটের উত্তর পাশে পিলটকাটা খালের কাছে প্যারাবনে পৌঁছান তাঁরা।
জিহাদ হোসেন বলেন, ‘কুতুবদিয়া চ্যানেলটি প্রথম আমরা সাঁতরে পাড়ি দিয়েছি। এটা ভেবে ভালো লাগছে।’
সাঁতারু নাসির আহম্মেদ বলেন, ‘কুতুবদিয়া চ্যানেলটি আগে কেউ সাঁতরে পাড়ি দেননি। আমরা চেয়েছি, আমাদের মাধ্যমে সাঁতারের জন্য কুতুবদিয়া দ্বীপের চ্যানেল আবিষ্কার হোক।
Posted ১২:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy