কক্সবাংলা ডটকম(৩০ ডিসেম্বর) :: লিওনেল মেসির কাছে বর্ষসেরা খেলোয়াড়ের মর্যাদা হারানো ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৯ ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ জিতে শেষ করতে পারছেন। ষষ্ঠবারের মতো দুবাই ভিত্তিক এই পুরস্কার জিতলেন তিনি। আতলেটিকো মাদ্রিদের স্বদেশি জোয়াও ফেলিক্স হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়।
বছরের শুরুর দিকে জুভেন্তাসকে ২০১৮-১৯ মৌসুমের সিরি আ শিরোপা এনে দেন রোনালদো। পর্তুগালের উয়েফা নেশন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আর জুভেন্তাসের হয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচে গোল করেছেন ১২টি। এ নিয়ে টানা চতুর্থবার এই পুরস্কার জিতলেন রোনালদো।
আগামীতেও এই পুরস্কারটি পাওয়ার আশা করে সিআরসেভেন বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখানে আসতে পারা এবং পুরস্কার গ্রহণ করাটা অনেক সম্মানের। আমি আশা করি, আগামী বছরও এই পুরস্কার গ্রহণ করব, অবশ্যই। সবাইকে ধন্যবাদ, শুভ নববর্ষ।’ রোনালদো এর আয়োজকদেরও ধন্যবাদ জানান। এবং দুবাই শহর তার ভালো লাগে বলে জানিয়েছেন।
সেরা কোচের পুরস্কার পাওয়া লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘এই পুরস্কার সমানভাবে ভাগ করে নিতে চাই সহকারীদের সঙ্গে। তাদের ছাড়া এই পুরস্কার পেতাম না। আর হ্যাঁ দলের পারফরমেন্সেরও অবদান আছে।’ সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। সেরা রেফারি হন স্টেফানি ফ্রাপার্ট।
সেরা গোলকিপারের পুরস্কার পান লিভারপুলের ব্রাজিলিয়ান অ্যালিসন বেকার। সেরা দল লিভারপুল। এছাড়া আরও বেশ কিছু পুরস্কার দেওয়া হয়।
Posted ২:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy