কক্সবাংলা ডটকম(
ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে দেশটির অন্যতম সফল ও জেষ্ঠ্য কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলার নাম ঘোষণা করেছে ভারত সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত পদে কর্তব্যরত রয়েছেন শ্রিংলা।সোমবার (২৩ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, দেশটির বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের দুবছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। তারপরেই নতুন বছরের প্রথম মাসে এ পদে দায়িত্বভার গ্রহণ করবেন শ্রিংলা।
সংস্থাটির তথ্য মতে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর নির্দেশ অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটির তরফ থেকে তার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮.০১.২০২০ তে শ্রী বিজয় কেশব গোখলের দুবছরের মেয়াদ শেষের পর, পরবর্তী বিদেশ সচিব (পররাষ্ট্র সচিব) পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে”।
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, ৩৫ বছরের কূটনৈতিক পেশায় একাধিক গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম, ইজরায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতীয় স্থায়ী মিশনের দায়িত্বও সামলেছেন তিনি।
Posted ২:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy