কক্সবাংলা ডটকম :: চলতি বছরেই হওয়ার কথা ছিল ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আয়োজন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনার কারণে যেমন নির্ধারিত সময় আসর আয়োজন সম্ভব হয়নি। সম্ভব হয়নি বাছাইপর্ব সম্পন্ন করাও। তবে বৃহস্পতিবার রাতের ম্যাচ দিয়ে আগামী বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত ইউরোর ২৪ দল নির্ধারণ হয়েছে।
ছয়টি গ্রুপে ওই ২৪ দলকে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রাখা হয়েছে চারটি করে দল।
এর মধ্যে মৃত্যুকূপে পড়েছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন রোনালদো-জোয়াও ফেলিক্সদের পর্তুগাল, ইউরো রানার্স আপ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন এমবাপ্পে-গ্রিজম্যানদের ফ্রান্স এবং ম্যানুয়েল নয়্যার-টমাস মুলারদের অলটাইম ফেবারিট জার্মানি। তিনদলই আছে গ্রুপ ’এফে’। ওই গ্রুপের অন্য দল হাঙ্গেরি।
এছাড়া স্পেন, সুইডেন এবং পোল্যান্ডের গ্রুপও কঠিন হয়েছে। তবে সহজ গ্রুপে পড়েছে বেলজিয়াম। ‘বি’ গ্রুপে থাকা বেলজিয়ামের অন্য তিন প্রতিপক্ষ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক এবং এবং রাশিয়া। ইংল্যান্ড পড়েছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র এবং ২৬ বছর পরে ইউরোতে জায়গা পাওয়া স্কটল্যান্ডের গ্রুপে।
বিশ্বকাপের পরে ইউরো আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ইউরোপের শীর্ষ সব দল অংশ নেয় এই আসরে। তাতে পাওয়া যায় বিশ্বকাপের মতোই আমেজ-উৎসব। কিন্তু এবার একক কোন দেশে হবে না ইউরোর আয়োজন। ইউরোপের ১২টি দেশের ১২ ভেন্যুতে হবে ম্যাচগুলো।
যেমন—ইংল্যান্ডের লন্ডন, স্পেনের বিলবাও, জার্মানির মিউনিখ, ইতালির রোম, হাঙ্গেরির বুদাপেস্ট, আয়ারল্যান্ডের ডাবলিন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, স্কটল্যান্ডের গ্লাসগো, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, আজারবাইজানের বাকু, ডেনমার্কের কোপেনহেগেন ও রোমানিয়ার বুখারেস্টে ইউরোর স্বাগতিক।
দর্শক নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় উয়েফা। মার্চে ইউরো স্থগিত করার সময়ই উয়েফার প্রেসিডেন্ট আলেক্সজান্ডার সেফরিন বলেছিলেন, দর্শক ছাড়া কোনভাবেই ইউরো মাঠে নামানোর কথা ভাবা সম্ভব নয়। একইভাবে পরিস্থিতি যায়ই হোক ২০২১ সালেই বসবে ইউরোর আসর।
ইউরোর গ্রুপ:
গ্রুপ ‘এ’: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড।
গ্রুপ ‘বি’: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া।
গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া।
গ্রুপ ‘ডি’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র।
গ্রুপ ‘ই’: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া।
গ্রুপ ‘এফ’: পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy