কক্সবাংলা ডটকম(১২ ডিসেম্বর) :: গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’ হল সংবাদমাধ্যম। দেশের স্বার্থে প্রতিনিয়ত লড়াই করে চলে তাঁরা।
প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে রোদ-ঝড়-জল উপেক্ষা করে সকলের জন্য বার্তা বহন করে থাকে তাঁরা।
কিন্তু সেই সাংবাদিকদের উপরেই বারবার বর্বরোচিত আক্রমণ হয়ে থাকে।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক সংগঠন।
এদের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত গাজা। এই তালিকায় এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।
চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন।
এর মধ্যে এক তৃতীয়াংশই নিহত হয়েছেন নারকীয় ইজরায়েলি বাহিনীর হাতে।
এদিকে বাংলাদেশে এই বছর ৫ সাংবাদিক নিহত হয়েছেন।
আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় আছে গাজা। এরপরই আছে পাকিস্তানের নাম।
সেখানে ৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।মেক্সিকো ও বাংলাদেশে ৫ জন করে সাংবাদিকের প্রাণ গেছে।
অন্যদিকে এমন কিছু দেশ রয়েছে যেখানে বহু সাংবাদিক কারাবন্দি রয়েছে। এই দেশগুলোর মধ্যে -চিনে ১২৪ জন সাংবাদিক বন্দি রয়েছেন।
মিয়ানমারে ৬১ জন ও ইজরায়েলে ৪১ জন সাংবাদিক এখনও পর্যন্ত বন্দি রয়েছে।
এছাড়াও গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta