কক্সবাংলা ডটকম :: নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করলেন লিওনেল মেসি। তাতেও অবশ্য জয় পেল না ইন্টার মায়ামি।
রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাবে প্রীতি ম্যাচে আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করল মায়ামি ।
ফলাফল নিষ্পত্তিতে এই প্রীতি ম্যাচেও আয়োজন করা হয় টাইব্রেকারের।
এরপর টাইব্রেকারে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি।
এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ফেব্রুয়ারিতে। তার আগে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি।
ক্লাব আমেরিকার বিপক্ষে খেলতে নেমে নতুন বছরকে স্বাগত জানালেন মেসি। করলেন একটি গোল ।
এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলেই ছিল।
তাই ম্যাচের প্রথম থেকেই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি।
৩১ মিনিটের মাথায় গোল করেন হেনরি মার্টিন। আর তাঁর গোলেই লিড নেয় ক্লাব আমেরিকা।
তবে ৩ মিনিট পরেই গোল করলেন মেসি। তাতেই ম্যাচে আমেরিকার সঙ্গে সমতায় ফেরে মায়ামি ।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে । দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দল দুর্দান্ত খেলেছে । ৫২তম মিনিটের মাথায় রেয়েসের দারুণ গোলে লিড পায় আমেরিকা ।
কিন্তু অনেক চেষ্টা করেও ম্যাচে গোল করতে পারেনি মায়ামি ।
অবশেষে অতিরিক্ত সময়ে টমাস আভিলেসর গোলে ম্যাচের শেষে সমতা ফেরে ইন্টার মায়ামি । আগামী ৩০ জানুয়ারি পরবর্তী প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ইন্টার মায়ামি ।
Posted ৯:২০ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta