হেলাল উদ্দিন,টেকনাফ :: করোনা পরিস্থিতির জন্য সারাবিশ্বের মতো টেকনাফ উপজেলায়ও দীর্ঘ সাত মাস ধরে প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট বন্ধ ছিল। গত দুই মাস ধরে দেশের করোনা পরিস্থিতি উন্নতি হওয়াতে আস্তে আস্তে সবকিছু পরীক্ষা মূলক ভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করায় মানুষের মনের আতংক দূর করতেই খেলাধুলার মাধ্যমে গত মাসের শেষ সপ্তাহের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ এর বেধে দেওয়া নিয়মনীতি মেনে স্বল্প পরিসরে আয়োজন করতে দেওয়ায়।
এসব নিয়ম মেনেই ১৭ অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটায় টেকনাফ নাজিরপাড়ায় ৩২ টি দল নিয়ে উদয়ন স্টুডেন্টস ফোরামের সৌজন্যে “জমকালো আয়োজনে পর্দা উঠলো………
“নাফ সিটি গোল্ডকাপ-২০২০”এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জিয়া রহমান জিয়া, প্রধান অতিথি টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ আলম বাহাদুর, সম্মানিত অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির টেকনাফ উপজেলার সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া পরিষদের সহ-সভাপতি জামাল সাদেক, বাবুল শর্মা, শামসুল আমিন, মোঃ আনোয়ার, ধারাভাষ্যকার আফসার মাহমুদ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটি সভাপতি সাহাব উদ্দিন, সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুব সহ আরও অনেকে।
শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া হারুণ বাহিনী বনাম হ্নীলা ইউনিয়নের রঙিখালী ফুটবল একাদশ। উক্ত খেলায় দুদলের টানটান উত্তেজনা পূর্ণ দর্শকদের মন মাতানো খেলা উপহার দিয়েছে দুদলই।
খেলায় ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হলে পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে মহেশখালীয়া পাড়া হারুন বাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে রঙিখালী ফুটবল একাদশ জয় লাভ করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে।
খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে রঙ্গিখালী টিমের গোলকিপার মামুন। রেফারির দায়িত্ব ছিলেন আলী আকবর, মোঃ হাশেম, কানন কুমার ও খালেদ।
Posted ৬:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy