এম জিয়াবুল হক,চকরিয়া :: ৩৫ বছরের দীর্ঘ কর্মময় জীবন থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌর এলাকাধীন ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন।
তার কর্মময় জীবনের বিদায় বেলায় ৩১ আগস্ট বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি ( এসএমসি), বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি আয়োজন করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ( এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, সাধারন সম্পাদক তছলিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, চকরিয়া পৌরসভার নারী কাউন্সিলর রাশেদা বেগম, চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর এম নুরুস শফি, কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মুছা।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম দুদু মেম্বার, সহসভাপতি নুরুল আলম সওদাগর। উপস্থিত ছিলেন বদরখালী কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহমদ, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জন্নাত মিলি, লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা নিলুফার, লক্ষ্যারচর সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্মে কুলছুম নেওয়াজ ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন এর কর্মময় জীবনী নিয়ে মানপত্র উপস্থাপন করেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু। স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার। আলোচনা সভা শেষে মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন পুর্ববড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিনকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলীর তরফ থেকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পক্ষথেকে তাকে বেশকিছু উপহার সামগ্রী ও ফুলেল শুভেচছায় বিদায় জানানো হয়।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
coxbangla.com | Chanchal Chy