প্রেস বিজ্ঞপ্তি(১৫ আগস্ট) :: হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করলো হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্টী।
৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হেমন্তিকার নিজস্ব কার্যালয় প্রধান সড়কের আল-আমিন কমপ্লেক্স এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতির পিতা ও তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শনিবার বিকাল ৪টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিল দত্ত।
বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী বদিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন। সাবেক কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন নেতা মাহাবুবুর রহমান।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে বুকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন বক্তারা।
সভায় বক্তাগত ৭২ এর চার মূলনীতি পূন: প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া তরান্বিত করে সকল আসামীদের ফিরিয়ে এনে বিচারের দাবী করেন। সভায় উপস্থিত ছাত্র/ছাত্রীদের সামনে জাতির সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।
সাংবাদিক কল্লোল দে চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ্ শহীদ, হেমন্তিকার কর্মকর্তা নূর মোহাম্মদ, সংগঠনের অর্থ সম্পাদক শিক্ষক আবদুল নবী, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জু বড়–য়া রিয়া, দপ্তর সম্পাদক রবিউল হোসেন রবি, সাদেক, নিহার প্রমুখ।
Posted ১১:০০ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy