করোনার ব্রাজিলের ধরনের বিরুদ্ধেও কাজ করে অক্সফোর্ডের টিকা: রিপোর্ট

ব্রাজিলে করোনাভাইরাসের যে নতুন ধরন দেখা দিয়েছে, সেটার বিরুদ্ধেও দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণার প্রাথমিক তথ্য থেকে এ কথা জানিয়েছে গবেষণা জ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রটি শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র জানিয়েছে, তথ্যটি ইঙ্গিত করে করোনার ব্রাজিলিয়ান এই ধরনের বিরুদ্ধে সুরক্ষার জন্য অক্সফোর্ডের টিকার পরিবর্তন করার প্রয়োজন হবে না। অর্থাৎ এই ধরনের বিরুদ্ধেও দ্রুত কাজ করে টিকাটি।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণার ফলাফল প্রকাশ্যে আসেনি এখনও, তাই সূত্রটি অনুরোধ করেছে, যেন তার নাম প্রকাশ না করা হয়। তবে সূত্রটি ওই ধরনের বিরুদ্ধে ঠিক কীভাবে কাজ করে, সেই কার্যকারিতা সরবরাহ করেনি। বলছে, গবেষণার পুরো ফলাফল শিগগির প্রকাশ করা উচিত। সম্ভব হলে মার্চেই প্রকাশ করা উচিত।

এর আগে আরেক প্রাথমিক ফলাফল ইঙ্গিত করেছিল, করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে কম প্রতিরোধ গড়ে তুলে অ্যাস্ট্রাজেনেকার টিকা। পরবর্তীকালে দেশটিতে টিকা প্রয়োগ বিরত রাখার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবারের গবেষণা তথ্যের বিষয়ে জানতে চাইলে ফিয়োক্রুজ, যিনি এই গবেষণার ভিত্তি তৈরির একজন, তিনি রয়টার্সকে বলেন, এটি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে হয়েছে বলে গবেষণাটির কোনো তথ্য আমার কাছে নেই।

এছাড়া এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও।

ব্রাজিল বর্তমানে করোনাভাইরাসের নৃশংস এবং দীর্ঘস্থায়ী দ্বিতীয় তরঙ্গের মুখোমুখি হচ্ছে। এরমধ্যেই আবার নতুন ধরন দেখা দিয়েছে।

বুধবারও দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৯১০ জন। যা কিনা একদিনে সর্বোচ্চ।