কক্সবাংলা ডটকম(১৭ আগস্ট) :: জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের এখন আর কোথাও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
তিনি বলেন, তরুণ নারী শিক্ষার্থী কিংবা মধ্যবয়সী নারী—যারাই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তারা ক্ষমতার কাঠামো কিংবা অভ্যুত্থানপরবর্তী গড়ে ওঠা রাজনীতির কাঠামোতেও কোথাও নেই। এটি দুঃখের।
রোববার (১৭ আগস্ট) হোটেল ওয়েস্টিনে খান একাডেমি কর্তৃক ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রোগ্রামের ‘জুলাই আপরাইজিং অ্যান্ড দ্য ইন্টারপ্লে বিটউইন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব উইমেন’ শিরোনামে আয়োজিত জাতীয় সেমিনারে এসব কথা বলেন ফরাসি হাইকমিশনার।
এ সময় গেস্ট স্পিকার ওয়ার্ল্ড ব্যাংকের রিসার্চ অ্যানালিস্ট ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর নওশীন খান প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, পররাষ্ট্র, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য এক্সিকিউটিভ জায়গায় নারীদের দেখতে পাই না। বিদ্যমান রাজনৈতিক বৈষম্য দূরীকরণে কিছু প্রো-অ্যাক্টিভ পলিসি গ্রহণ করতে হবে।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সম্পদের ওপর নারীদের অ্যাক্সেস নিশ্চিত করার পাশাপাশি নিয়ন্ত্রণও নিশ্চিত করতে হবে।
নারী মাইগ্র্যান্ট শ্রমিকদের যেসব খাতে কাজের সুযোগ বেশি, সেগুলোতে তাদেরকে আরো দক্ষ করে তুলতে হবে। নারীদের লিডারশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ আরো অনেকে।
Posted ১০:১২ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta