
আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের পিতা মনজুর আলম মুন্সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছনন। ইন্না-লিল্লাহি… রাজেউন।
১৭ডিসেম্বর (বুধবার) রাত আনুমানিক ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম চরপাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্ববর) সকাল সাড়ে দশ টায় রাবারড্যামস্থ চরপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক,সমবেদনা জানিয়েছেন ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Posted ২:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta