
রোতাব চৌধূরী :: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী,সচেতনতা মেলা, আলোচনা সভা ও সম্মামনা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো; আ: মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের পাশাপাশি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে রেমিট্যান্স যোদ্ধারা নিজেদের যেমন উন্নতি করবে তেমনি দেশের অর্থনীতিতেও তারা বহুগুণ বেশী অবদান রাখতে পারবে।
তাই বিদেশ যাওয়ার আগে সঠিক ও বৈধ উপায় সম্পর্কে অবগত হয়ে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে তাদেরকে বিদেশগমনে যাওয়ার পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন,প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন, ব্র্যাক কর্মকর্তা অজিত নন্দী,প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: নোমান,ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন খান,প্রত্যাশী সংস্থার সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন,বিদেশ ফেরত সফল উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী।
সভায় প্রবাসীদের অবদান,দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রবাসগমন ও তাদের উন্নয়ন, নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থানসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে রেমিট্যান্স আহরণকারী দু’টি বেসরকারি ব্যাংক, ২জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট এবং ৪ জন প্রতিবন্ধী ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এরপরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক মেলা এবং প্রত্যাশী সংস্থার সিমস্ (২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসনের লক্ষে গণসচেতনামূলক পাপেট শো পরিবেশিত হয়।

Posted ৩:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta