
রোতাব চৌধূরী :: শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বলেছেন,লবল মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
সচিব মঙ্গলবার সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে এতে বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিসিক, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান লবণের মজুদ, দাম,লবণ মিল মালিক,প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।
পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন,শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না।তবে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে।

Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta