বুধবার ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম

বুধবার ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারে ৩ হাজার অতিক্রম করলো করোনা : ২৪ ঘন্টায় ২ রোহিঙ্গাসহ আরো ২৭ জন পজিটিভ

রবিবার, ১২ জুলাই ২০২০
143 ভিউ
কক্সবাজারে ৩ হাজার অতিক্রম করলো করোনা : ২৪ ঘন্টায় ২ রোহিঙ্গাসহ আরো ২৭ জন পজিটিভ

কক্সবাংলা রিপোর্ট(১২ জুলাই) :: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে কক্সবাজারে। যত দিন যাচ্ছে করোনা সংক্রমণের হার কম বেশি বেড়েই চলেছে। যার কারণে কক্সবাজারের সবকটি উপজেলায়ই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। রবিবার জেলার ৫ উপজেলায় নতুন করে শনাক্ত হয়েছে দুই রোহিঙ্গা সহ ২৭ জনের। আর রবিবার (১২ জুলাই) পর্যন্ত সবমিলিয়ে কক্সবাজার জেলায় এখন অবধি করোনা রোগীর সংখ্যা হলো ৩ হাজার ১০ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৬৭৫ জন এবং মৃত্যূবরণ করেছে ৫ রোহিঙ্গা সহ ৪৭ জন।

রবিবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ৩৩৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪০টি নমুনার ফল আসে পজিটিভ।যার মধ্যে ৩৯টিই নতুন নমুনা।আর জেলার ৫ উপজেলায় নতুন করে শনাক্ত হয়েছে দুই রোহিঙ্গা সহ ২৭ জন।এছাড়া জেলার বাইরে ১২ জন পজিটিভ হয়েছেন।বাকী ২৯৭টি নমুনা নেগেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে সদরের-১৫ জন,উখিয়ার-৩জন,টেকনাফের-৪ জন,কুতুবদিয়ার-১ জন,রামুর-২জন এবং ২ জন রোহিঙ্গা। জেলার বাইরে বান্দরবানের ১১ জন এবং লোহাগাড়ার ১ জন নতুন পজিটিভ অছেন।

এনিয়ে জেলায় ১০২ তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৩ হাজার ১০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৫ জন।আর মারা গেছেন ৫ রোহিঙ্গা সহ ৪৭ জন। এছাড়া ৫৭ রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে।

কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,১২ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ১হাজার ৪২০ জন এবং সুস্থ হয়েছেন ৬২০ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৩৪৫ জন এবং সুস্থ হয়েছেন ২৪০ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২৩০ জন।

এর পরে রয়েছে টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০০ জন,রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১৪২ জন,পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ১০৫জন,মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫১ জন এবং সুস্থ হয়েছেন ১১৫ জন এবং কুতুবদিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৭১ জন এবং সুস্থ হয়েছেন ৩৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে,১২ জুলাই রাত ৯টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে রয়েছেন ১১২২ জন এবং হাসপাতালে ভতি রয়েছেন ১৮৯ জন।এছাড়া আইসোলেশনে রয়েছেন ১৪১১জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৪৩ জন।

১১ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৫ রোহিঙ্গা সহ ৪৭ জনের প্রাণ।এর মধ্যে সদরে ২৪ জন,চকরিয়ায় ৬জন,উখিয়ায়-৫ জন,টেকনাফে-৫ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-২জন, রামুতে ২ জন,পেকুয়ায় ১জন এবং রোহিঙ্গা ৫জন।

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ৮৭৭ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭ জন রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ১৩ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ১২ জন ভর্তি রয়েছেন।

143 ভিউ

Posted ১১:০০ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২০

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com