রোতাব চৌধূরী :: বাংলাদেশ শিশু একাডেমি,কক্সবাজার ও মহিলা বিষয়ক অধিপদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস -২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এতে প্রধান অতিথির বক্তৃতাকালে সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী কন্যাশিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), শারমিন সুলতানা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উপ-প্রকল্প পরিচালক সমন্বিত শিশু পুণর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র, জেসমিন আক্তার,বিশিষ্ট নারী ক্রীড়া সংগঠক গোপা সেন,বিশিষ্ট নারী কবি শামীম আক্তার।
শিশু উপস্থাপিকা সামিয়া জান্নাত আরিবার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখে শিশু বক্তা নাবিহা মামুন নোহা। অনুভূতি ব্যাক্ত করে দক্ষিণ এশিয়ায় কারাতে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক প্রাপ্ত শিশু মনীষা শংকর পাল।
বক্তাবৃন্দ কন্যাশিশুদের জন্য একটি বৈষম্যহীন,নিরাপদ ও সহায়ক পৃথিবী গড়ে তোলার আহবান জানান।তাঁরা বলেন কন্যা শিশুদের বড় স্বপ্ন দেখতে হবে এবং প্রতিকূলতা জয় করার সাহস রাখতে হবে।
বক্তাগণ মেয়েদের লেখাপড়া শিখে নিজ পায়ে দাঁড়াবার উপর গুরুত্বারোপ করেন।
সবশেষে কন্যাশিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৪:০১ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta