
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বুধবার চকরিয়ায় ফিরেছেন।
তাঁর চকরিয়া আসাকে কেন্দ কর্রে আওয়ামীলীগের নেতা-কর্মীদের শোডাউনে পথে পথে বাঁধা প্রদান, হামলা ও ভাংচুরের ঘটনা
ঘটেছেন বলে অভিযোগ উঠেছে।
এর মধ্যে সাহারবিল এলাকায় হামলায় এ পর্যন্ত ১২ জন আহত হয়ে চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
যার মধ্যে সাহারবিল ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত এনামুল হক জানিয়েছেন, আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন নিয়ে এলাকা ফিরেছেন।
যার জন্য গাড়ি নিয়ে চকরিয়া স্টেশনে যাওয়ার সময় রামপুরা এলাকা পৌঁছলে সাহারবিল এলাকার চেয়ারম্যান নবী হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় ভাংচুর করা হয়েছে ৯ টি গাড়ি।
জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সাদেক জানিয়েছেন, সাহারবিল ঘটনায় এ পর্যন্ত ১২ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন।
যার মধ্যে এনামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তার অবস্থা গুরুতর।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাহারবিল এলাকায় একটি সংঘর্ষের খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি-র্যাব-পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন ও স্থানীয় মেম্বার হাকিম মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
আওয়ামীলীেগ মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, তার শোডাউনে আগত নেতা-কর্মীদের পথে পথে বাঁধা, হামলা ও ভাংচুর চালাচ্ছেন মনোনয়ন বঞ্চিতদের লোকজন।
যেখানে সাহারবিল এলাকায় নবী হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরে নেতৃত্ব দিচ্ছেন।

Posted ১২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta