
মুকুল কান্তি দাশ,চকরিয়া :: আবু বক্কর। বয়স ৪৫। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এরপর থেকে দীর্ঘদিন তিনি পালিয়েছিলো।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। পুলিশ দেখে ঝাঁপ দেন পাশ^বর্তী পুকুরে।
পরে পুলিশ অনেক বুঝিয়ে তাকে পাড়ে তুলে নিয়ে আসে। চমকপদ এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাঘর ঘোনা এলাকায়।
গ্রেফাতারকৃত আবু বক্কর (৪৫) চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়র্ডের আজিজুর রহমানের ছেলে।
চকরিয়া থানা সুত্রে জানা গেছে, থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আবু বক্করকে গ্রেফতার করতে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও সওদাগর ঘোনা এলাকায় যায়।
এসময় পুলিশ দেখে পাশর্^বর্তী পুকুরে ঝাঁপ দেন পলাতক আসামী আবু বক্কর। ঝাঁপ দেয়ার পর পুকুরের পানিতে সাঁতরাতে সাঁতরাতে এদিক-ওদিক ছুঁটতে থাকে।
পুলিশ তাকে বুঝিয়ে-শুনিয়ে পুকুর থেকে পাড়ে তুলে আনে। পরে তাকে ঠান্ডা থেকে বাঁচতে কাপড় পড়িয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চকরিয়া থানার এসআই সুজন বলেন, আমাদের দেখে বক্কর পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে বুঝিয়ে-শুনিয়ে উঠিয়ে এনে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসি।
তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ছিলো। আদালতের নির্দেশে আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।

Posted ২:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta