এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর সরকারি নির্দেশনার আলোকে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মৎস্য বিভাগের কর্মকর্তারা চকরিয়া থানা পুলিশ ও বদরখালী নৌপুলিশের সহায়তায় বদরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অবতরণকৃত যান্ত্রিক নৌযান (ফিশিং বোট) থেকে সাড়ে ৬২ মন (২৫০০ কেজি) রকমারি সামুদ্রিক মাছ জব্দ করেছে।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী প্রজনন মৌসুমে ২২ দিন সামুদ্রিক মাছ আহরণ ও বিক্রি বন্ধ রয়েছে।
এই প্রেক্ষাপটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মৎস্য অধিদফতর কতৃক চতুর্থদিনে অভিযানে বদরখালী ঘাট থেকে আনুমানিক ২৫০০ কেজি সামুদ্রিক মাছ (লইট্যা, শাপলাপাতা, অলুয়া, ফাইস্যা) জব্দ করা হয়।
পরে এসব মাছ চকরিয়া উপজেলা পরিষদে নিয়ে এসে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর বিধি ১৩ ভংগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাছ বাজেয়াপ্ত করা হয়।
এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে বাজেয়াপ্তকৃত মাছ গুলো উপজেলার ৪৮টি এতিমখানায় বিতরনের নির্দেশ দেন।
দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংশ্লিষ্ট এতিমখানার পরিচালক ও প্রধানের হাতে মাছ বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ তৈয়ব আলী, মেরিন ফিশারিজ অফিসার এ. জেড. এম. মোছাদ্দেকুল ইসলাম প্রমুখ।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta