
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বাড়ির আঙ্গিনা লাগোয়া পুকুরে ডুবে আবদুল্লাহ আল রায়য়ান (০২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল দশটার দিকে কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথা এলাকায় ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা।
শিশু আবদুল্লাহ রায়য়ান ওই এলাকার বাসিন্দা তরুণ ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা নুরখান উদ্দীনের একমাত্র শিশু সন্তান।
শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন শিশু।
এসময় খেলার একপর্যায়ে শিশুটি পরিবার সদস্যদের অগোচরে বাড়ি লাগোয়া পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই নিস্পাপ শিশুর অকাল মৃত্যুর ঘটনায় এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


Posted ৯:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta