
এম.জিয়াবুল হক, চকরিয়া :: নিজের প্রাইভেট কার গাড়ি থেকে নেমে নামাজ আদায় করতে যেতে সড়কের পাশে দাঁড়ানোর সময় ঘাতক মাইক্রোবাসের চাপায় নিহত কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা ধনাঢ্য ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল কাদের প্রকাশ ফজল হাজি’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় চকরিয়া উপজেলা সদরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (পাইলট হাইস্কুল) মাঠে অনুষ্ঠি নামাজে জানাজায় চকরিয়া উপজেলার পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম থেকেও শোকাহত মানুষের ঢল নামে।
নামাজে জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন, এলাকাবাসী, শুভানুধ্যায়ী মহল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি স্কুল, কলেজ মাদরাসার শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং সর্বস্থরের জনসাধারণ।
গত রোববার (৯ নভেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় আছরের নামায পড়ার জন্য মসজিদে যেতে যাবার মুহুর্তে সড়ক দুর্ঘটনায় মারা যান চকরিয়া উপজেলার সর্বশ্রেনির মানুষের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিত্ব ধনাঢ্য ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব ফজলুল কাদের (৭৫)।
নিহত ফজলুল কাদের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের মরহুম বাচা মিয়ার ছেলে।
তিনি দুইযুগের বেশি সময় ধরে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাটা এলাকায় নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
তিনি চকরিয়া উপজেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বহু মসজিদ মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি চট্টগ্রাম শহরেও তাঁর ব্যবসা বাণিজ্য রয়েছে।
এলাকায় তিনি একজন দানশীল ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে বিশেষ পরিচিত।
নামাজে জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যার আগমুহূর্তে চকরিয়া পৌরসভার তরছঘাটাস্থ কাসেমআলী সিকদারপাড়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমের জামাতা বাংলাদেশ কল্যান পাটির মহাসচিব আবদুল আউয়াল মামুন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম বলেন, ব্যবসায়ী ফজলুল কাদের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে আসরের নামাজ আদায় করার জন্য সড়কের পাশে দাঁড়ান।
এসময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানাস্তর করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় চালককে গ্রেফতার করা যায়নি। তবে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম।

Posted ২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta