প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি তিনটি ফর্মাটেই এক ইনিংসে ৫ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার৷

রবিবার তাঁর বোলিংয়ের সামনেই ধরাশায়ী হয় প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ৷দুই ওপেনার স্মুটস ও রেজা হেনড্রিক্স, অধিনায়ক জে-পল ডুমিনি, উইকেট কিপার ক্লাসেন এবং মরিসের উইকেটগুলি তুলে নেন ভুবি৷চার ওভার বল করে ২৪ রান দিয়ে ৫ টি উইকেট নেওয়া এই স্পেলটিই হল ভুবির টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা৷

প্রথম স্পেলে বল করতে ওপেনিং জুটিতে ভাঙ্গন ধরানোর পর দ্বিতীয় স্পেলে বল করতে এসে ক্রিজে জমে যাওয়া ও শতরানের সামনে থাকা রেজা হেনড্রিক্সকে আউট করে ভারতের ম্যাচ জয় নিশ্চিত করেন ভুবি৷২০৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ‘মেন ইন ব্লু’র পেসার ভুবনেশ্বর কুমারের বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে ১৭৫ রানে শেষ হয়ে যায় প্রোটিয়া শিবির৷ আফ্রিকান সাফারিতে ২৮ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয় ভারত৷

প্রথম ভারতীয় পেসার এবং দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড স্পর্শ করলেন ভুবনেশ্বর৷ ভুবির আগে রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল চেন্নাইয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছিলেন৷