
আবদুল হামিদ,নাইক্ষংছড়ি :: সীমান্তবর্তী বাংলাদেশী হাট থেকে মিয়ানমারে পাচারকালে ৩ দিনে বিপুল পণ্য জব্দ করেছে বিজিবি।
সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি ও ১১ বিজিবির জোয়ানরা এ সব পণ্য জব্দ করেন। খবর প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সুত্রের।
সুত্র আরো জানান,সোমবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির জেসিও-১০৫৩৯ নাঃসুবেঃ মোঃ রজব আলী এর নেতৃত্বে টহল দল কর্তৃক বিপি ৪৯/১ মেইন পিলার হতে টহল দল বাংলাদেশী মালামাল সহ চোরাকারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করে।
এসময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যায়।
পরে বিজিবি টহলদল মালামাল আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত মালামাল ভালুখাইয়া বিওপিতে আনা হয়।
আটককৃত মালামাল-১লুঙ্গি – ২২৮পিছ
২।ওয়ান পিছ
৩।বড়দের হাফ প্যান্ট – ৭৭পিস
৪।ম্যাজিক কিউব খেলনা – ৩৫পিস
৫।খেলনা সেট – ১২পিস
৬।খেলনা পিস্তল -২৩পিস,
৭।খেলনা পিস্তল বড় ৪০ পিস
৮।কয়েল – ২কার্টুন
যার সিজার মূল্য=১,৩৩,০৫০/(এক লক্ষ তেত্রিশ হাজার পঞ্চাশ টাকা মাত্র)
শনিবার (৮ নভেম্বর)
ক. মশারি: ২০০ পিস খ। শার্ট: ১১৮ পিস
গ। ম্যাগি হাতাগেঞ্জি: ৪২ পিস
ঘ। ভ্যানিটি ব্যাগ: ৪৬ পিস
ঙ। বাচ্চাদের শীতের হুডি: ১৯ পিস।
যার সিজার মূল্য = ১,৫১,১০০(এক লক্ষ একান্ন হাজার একশত) টাকা।
একই দিন শনিবার( ৮ নভেম্বর)
আটককৃত মালামাল – ১। লুঙ্গি-২৭০পিস ২। থামি কাপড়- ৮৪পিস,৩।শার্ট-১৩৮পিস
৪। বড়দের জিন্স প্যান্ট-৩০পিস ৫। হাফ প্যান্ট-৫পিস।যার সিজারমূল্য১,৭৭,৭৫০/
(এক লক্ষ সাতাত্তর হাজার সাতশত পঞ্চাশ টাকা মাত্র)
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস ১১ বিজিবি অধিনস্থ এলাকায় বিজিবি কঠোর অবস্খানে রয়েছে। নিয়মিত টহল চলছে।
চোরাকারবার ঠিকাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Posted ২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta