
নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর পেকুয়া উপজেলা শাখা।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে র্যালি বের করেন।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পেকুয়া কলেজগেইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ১০টায় পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের পেকুয়া শাখার সভাপতি সাংবাদিক জালাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মনির উদ্দিন নজরুল।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম এ মুসা, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত পান্না এবং সদস্য ফখরুদ্দীন রাজি।
কোরআন তেলাওয়াত করেন ধর্ম-বিষয়ক সম্পাদক হাসান শরীফ।
এবারের প্রতিপাদ্য ছিল ‘জনবান্ধ রাজনীতির দাবি’। পেকুয়ায় প্রথমবারের মতো আয়োজন হওয়ায় দিবসটি উদযাপনের মধ্য দিয়েই হিউম্যান এইড ইন্টারন্যাশনালের পেকুয়া শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
শিশু নির্যাতন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজিসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা রোধে সকলকে ভূমিকা রাখতে হবে।
পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে পুরোনো ধারার রাজনীতি পরিহার করে জনবান্ধব রাজনীতি শুরু করার আহ্বান জানান তারা।
র্যালি ও আলোচনায় বিভিন্ন পেশার নাগরিকসহ বিপুল সংখ্যক মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেন।

Posted ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta