কক্সবাংলা ডটকম(৭ জুলাই) :: পেরুর উত্তরাঞ্চলের বারানকা প্রদেশে সাড়ে তিন হাজার বছর পুরনো এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।
আমেরিকার প্রাচীনতম সভ্যতা ‘কারাল’-এর সঙ্গে এর যোগসূত্র আছে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই শহরের নাম পেনিকো।
বিশেষজ্ঞদের ধারণা, শহরটি আন্দিজ পাহাড় ও আমাজন উপত্যকার জনপদের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। খবর বিবিসি।
প্রত্নস্থানটি লিমা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার উঁচুতে অবস্থিত।
এর ইতিহাস ঘেঁটে দেখা গেছে, স্থাপনাগুলো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে—যে সময়টিতে প্রাচ্য ও মধ্যপ্রাচ্যে প্রাচীন সভ্যতাগুলো জাঁকিয়ে বসছিল।
গবেষকেরা ড্রোনে ধারণ করা এক ভিডিওতে দেখিয়েছেন, পাহাড়ি ঢালে নির্মিত একটি গোলাকৃতি স্থাপনার চারপাশে ছড়িয়ে আছে পাথর ও কাদামাটি দিয়ে তৈরি দালানকোঠার ধ্বংসাবশেষ।
আট বছরের দীর্ঘ গবেষণায় আবিষ্কৃত হয়েছে ১৮টি স্থাপনা, যার মধ্যে রয়েছে ধর্মীয় উপাসনাস্থল ও আবাসিক ভবন।
তাদের মধ্যে কিছু কাঠামোতে পাওয়া গেছে কাদামাটি দিয়ে গড়া মানুষ ও পশুর ভাস্কর্য, পূজার সামগ্রী, এমনকি ঝিনুক ও পুঁতির তৈরি গয়নাও।
এসব নিদর্শন প্রমাণ করে, এই শহর শুধু বসবাসের জায়গা নয়, ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চার কেন্দ্রও।
কারাল উপত্যকা থেকে পেনিকোর অবস্থান খুব একটা দূরে নয়। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সভ্যতা কারাল, যা শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ সালে।
কারাল শহরে রয়েছে ৩২টি স্মৃতিস্তম্ভ, বিশাল পিরামিড-সদৃশ নির্মাণ, উন্নত সেচব্যবস্থা ও নগর জীবনযাত্রার পরিচয়।
কারাল সভ্যতা যখন গড়ে উঠছিল, তখন ভারত, মিশর, সুমের ও চীনে গড়ে উঠছিল অন্যান্য প্রাচীন সভ্যতা। তবে ভৌগোলিক বিচ্ছিন্নতায় কারাল তাদের থেকে স্বতন্ত্রভাবেই বিকাশ লাভ করেছিল।
১৯৯০-এর দশকে কারাল আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ড. রুথ শাদি। তিনি এবার পেনিকো নিয়েও গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।
তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে কারাল সভ্যতা ধ্বংস হয়ে গেলেও তার উত্তরসূরি রূপে পেনিকো গড়ে ওঠে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta